গাজীপুরের টঙ্গীতে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, পশ্চিম, পূবাইল ও গাছা)সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী চেরাগআলী এলাকায় মহানগর মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। গাজীপুর মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক বীণা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সোহেলী আক্তার, পূর্ব থানা মহিলা দলের সভাপতি কণা আক্তার, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমী, গাছা থানা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সভাপতি আমিরুন্নেসা রিনা, রুপা আক্তার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, রিনা আক্তারসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা আরিফ হোসেন হাওলাদার বলেন, নবগঠিত গাজীপুর-৬ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। রাজধানী ঢাকার সন্নিকটের চারটি থানা নিয়ে গঠিত আসনটি গাজীপুরের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে আমার প্রত্যাশা থাকবে যাতে গাজীপুর-৬ আসনে বিগত দিনে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতন-অত্যাচার, মামলা-হামলা সহ্য করে আন্দোলনে সংগ্রামে রাজপথে ছিলো সেসব ত্যাগী নেতাদের যেন মনোনয়ন দেওয়া হয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনকালে সর্বোচ্চ মামলা মাথায় নিয়ে যেভাবে দলের জন্য কাজ করেছি। দল যদি আমাকে গাজীপুর-৬ আসন থেকে এমপি পদে মনোনয়ন দেয় তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে দলের কল্যাণে কাজ করে যাবো।