বাজিতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৫:১৯ পিএম
বাজিতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা অপপ্রচার ও অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী শিমুল মিয়া ও প্রতিবেশী আব্দুল কাদির।উপজেলার হিলচিয়া ইউনিয়নের দেওচান্দী গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী শিমুল মিয়া। এসময় প্রতিবেশী আব্দুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শিমুল মিয়া বলেন, গত ৫ আগস্ট অনিবন্ধিত ভুঁইফোর একটি ওয়েবসাইট থেকে তার ও তার প্রতিবেশী আব্দুল কাদিরকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের নামে অপসংবাদ ছাপানো হয়েছে। 

তিনি দাবি করেন, মূলত যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, 'বিদেশে চাকুরির প্রলোভনে মরুভূমিতে নির্যাতন ও প্রতারক চক্র' বলে তাদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে।

প্রকাশিত সংবাদে লিটন নামে যে ব্যক্তিকে ভুক্তভোগী  বলা হয়েছে সে এখনো বিদেশে আছে। ভালো আছে ও নিয়মিত বেতন পাচ্ছে,  নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করেন শিমুল। 

সাংবাদিকদের সামনে শিমুল আরো দাবি করেন, প্রায় দুই বছর আগে লিটন ফ্রি ভিসায় সৌদি আরব যায়। তিন মাস তার আশ্রয়ে ছিলো বলে দাবি করে শিমুল। লিটনের থাকা খাওয়ার খরচ বহন ও সহযোগিতা করার কথাও উল্লেখ করেন।

প্রবাসীর ভাষ্য, লিটন তার প্রতিবেশী কাদিরের মামাতো ভাই। কাদেরের অনুরোধে তাকে সরল বিশ্বাসে সহযোগিতা করে। পরে সে অন্য একটি কোম্পানীতে কাজ করে ভালো বেতন পায়। এখনো সে ভালো বেতন পেয়ে ভালো আছে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন বলেও চ্যালেঞ্জ করেন শিমুল। 

শিমুল মিয়া আরো বলেন, 'আমি ও আমার প্রতিবেশী কখনো তার কাছ থেকে টাকা পয়সা নেইনি। নির্যাতন করারতো প্রশ্নই উঠে না। নির্যাতন করলে সে তাৎক্ষণিক পুলিশে অভিযোগ দেয়নি কেনো? বিদেশে আমি তাকে নির্যাতন করবো এটা হাস্যকর বিষয়। বরংচ আমার কাছে সে প্রথম দিক দিয়ে তিন মাস ছিলো তার খরচ বাবদ আমি অনেক টাকা পাই। এই টাকাটা চাইতে গেলেই টাকা না দিয়ে উল্টো নাটক সাজিয়ে অভিযোগ তুলে।'

তিনি দাবি করেন, কখনো কাউকে বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা করেনি। লিটনকে তিনি বিদেশ নেয়নি বলেও দাবি করেন।

ওয়েবসাইটের সংবাদে প্রতারক চক্র বলায় তীব্র প্রতিবাদ জানিয়ে তার দাবি যাছাই বাছাই ছাড়া মিথ্যা অপবাদ দেওয়ায় আইনী ব্যবস্থা ও প্রতিকারের কথাও বলেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে