ভোলায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৬:০৬ পিএম
ভোলায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা জেলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এই তিনজনকে বসতঘর থেকে গাঁজা সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন—১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। ২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান, মাতা জোছনা বেগম। ৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ, মাতা মোসাঃ রিনা, সর্বসাকিন,শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ভোলা।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অবস্থান নেয়। ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে