এক বছরের সাজাপ্রাপ্ত ও নয়টি ওয়ারেন্টের পলাতক আসামি গ্রেফতার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০৯ পিএম
এক বছরের সাজাপ্রাপ্ত ও নয়টি ওয়ারেন্টের পলাতক আসামি গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকার বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ ফেরদৌস উদ্দিন ওরফে মিস্টার (৪৭) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। তিনি দায়রা মামলা নং-১৫৪৬/২০২৪, এন.আই. অ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬,৩০,০০০/- টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে নাটোর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় দায়ের হওয়া মোট নয়টি মামলার ওয়ারেন্ট রয়েছে-যার মধ্যে রয়েছে সিআর নং-৬৭৪/২২ (নাটোর), সিআর নং-৯৩১/২২ (পঞ্চগড়), সিআর নং-১৪০৪/২২ (সদর), জিআর নং ৩৯৯/২৩ (কুড়িগ্রাম) ও অর্থজারি ৪৪/১৭ সহ একাধিক মামলা। হারাগাছ থানার জিডি নং-৫৩৯, তাং-১২/০৮/২০২৫ খ্রিঃ অনুযায়ী, পুলিশ তাকে নিজ বাড়ি ভগীরত মাছহাড়ী সরদারপাড়া, হারাগাছ, রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে।

আপনার জেলার সংবাদ পড়তে