রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকার বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ ফেরদৌস উদ্দিন ওরফে মিস্টার (৪৭) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। তিনি দায়রা মামলা নং-১৫৪৬/২০২৪, এন.আই. অ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬,৩০,০০০/- টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে নাটোর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় দায়ের হওয়া মোট নয়টি মামলার ওয়ারেন্ট রয়েছে-যার মধ্যে রয়েছে সিআর নং-৬৭৪/২২ (নাটোর), সিআর নং-৯৩১/২২ (পঞ্চগড়), সিআর নং-১৪০৪/২২ (সদর), জিআর নং ৩৯৯/২৩ (কুড়িগ্রাম) ও অর্থজারি ৪৪/১৭ সহ একাধিক মামলা। হারাগাছ থানার জিডি নং-৫৩৯, তাং-১২/০৮/২০২৫ খ্রিঃ অনুযায়ী, পুলিশ তাকে নিজ বাড়ি ভগীরত মাছহাড়ী সরদারপাড়া, হারাগাছ, রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে।