শেবাচিমে দ্বন্দ্বে অচল চিকিৎসা, রোগীরা চরম ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০১:৫১ পিএম
শেবাচিমে দ্বন্দ্বে অচল চিকিৎসা, রোগীরা চরম ভোগান্তিতে

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে এবার পাল্টা বিক্ষোভে নেমেছেন হাসপাতালের কর্মচারীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে শুরু হওয়া এই পাল্টা কর্মসূচির ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থী ও কর্মচারী—দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে হাসপাতালের স্বাভাবিক সেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা সেবা বন্ধ থাকায় অনেক রোগীকে অন্যত্র যেতে বাধ্য হতে হচ্ছে, আবার কেউ কেউ অপেক্ষায় রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য।

শেবাচিমের আন্দোলন ঘিরে এভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া শুধু বরিশাল নয়, জাতীয়ভাবে স্বাস্থ্যখাতের সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।