ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০২:৫৬ পিএম
ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ ব্যাহত হয়। গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী এলাকায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে রেললাইনে অবস্থান নেন। একপর্যায়ে সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। প্রায় ৪০ মিনিট অবরোধের পর বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে অগ্রসর হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার (১৩ আগস্ট) ও শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিতব্য ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের করা এক রিটের কারণে স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে আবেদন উন্মুক্ত রাখার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করতে হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, বিক্ষোভকারীরা বনলতা এক্সপ্রেস আটকে দিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে