ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হত্যা মামলার আসামী আ,লীগ নেতা আবুল কালাম আজদকে ঢাকার উত্তরা বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ১৩ আগষ্ট রাতে ঢাকা ডিবি পুলিশ (উত্তরা) ঢাকার একটি মামলায় গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান,আবুল কালাম আজাদের নামে ভালুকা থানায় একটি হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। ওই সকল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আইনি প্রক্রিয়ায় ভালুকা থানায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য গত ৪ আগষ্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আনন্দোলনের মিছিলে আ,লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে হত্যা করে। আবুল কালাম আজাদ ওই মামলার আসামী।