বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় প্রধান বিচারপতি গত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে নেওয়া তার নানা উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গড়ে তোলার জন্য তার পরিকল্পনা, বিচারসেবায় স্বচ্ছতা আনার ১২ দফা নির্দেশনা, মামলার বিবাদী পক্ষকে লিগ্যাল এইড দেওয়ার জন্য ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রীম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে জ্যাকবসন এসব উদ্যোগের প্রশংসা করেন। তিনি এগুলোকে সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন যে, প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোছাইন জানান, এটি ছিল পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারে সময় লাগলেও এ ধরনের কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক ইঙ্গিত বহন করে।