কাশ্মীরে ‘মেঘ বিস্ফোরণে’ ভয়াবহ বন্যা: মৃত্যু সংখ্যা বেড়ে ৪৬

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০২:৪৩ পিএম
কাশ্মীরে ‘মেঘ বিস্ফোরণে’ ভয়াবহ বন্যা: মৃত্যু সংখ্যা বেড়ে ৪৬

ভারতের জম্মু ও কাশ্মীরে চাশোটি এলাকায় ‘মেঘ বিস্ফোরণে’ সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই কর্মীও রয়েছেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শতাধিক মানুষ আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দল।

এদিকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৬০ জনেরও বেশি জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর বলে পিটিআই জানাচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কিশতওয়াড়ের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘কাশ্মীরে আকস্মিক বন্যার শিকার হতাহতদের জন্য আমি গভীরভাবে শোকাহত। ইতিমধ্যেই কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরো অনেকে নিখোঁজ হয়েছেন ভয়াবহ দুর্যোগে।’

স্বাধীনতা দিবসের ঠিক আগে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে কিসতোয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি অঞ্চলটি বেশ দুর্গম। তবে এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে