গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আফছার আলী পরকীয়ার অভিযোগে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটে বাদিয়াখালী ইউনিয়নের রিফাতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আফছার আলী রিফাতপুর গ্রামের গৃহবধূ মোছাঃ পিয়ালী বেগমের সাথে পরকীয়ায় লিপ্ত অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। পরে গ্রামবাসীর উদ্যোগে দু’পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। তবে এ বিষয়ে আফছার আলী বা পিয়ালী বেগমের কোনো মন্তব্য পাওয়া যায়নি।