মোঘল সম্রাটের গম্বুজ ধসে ৫ জনের মৃত্যু, আটকা অনেকে

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৫, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০৭:৪৯ পিএম
মোঘল সম্রাটের গম্বুজ ধসে ৫ জনের মৃত্যু, আটকা অনেকে

ভারতের রাজধানী দিল্লিতে ভারতবর্ষের দ্বিতীয় মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়ে পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় আরও অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে, চলছে উদ্ধার তৎপরতা।

সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিকেলে দিল্লির নিজামুদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।

সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য বলছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিকেল সাড়ে ৪টার দিকে একটি গম্বুজের একাংশ ধসে পড়ে। ছুটির দিন হওয়ার সে সময় সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দমকল বিভাগের মোট পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, হুমায়ুন ছিলেন মুঘল সম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন। পরে পারস্যের শাহের সহায়তায় তিনি নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়।

হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত। এর নির্মাণ কাজ ১৫৬৫ সালে সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম (হাজি বেগম নামেও পরিচিত) শুরু করেন এবং এর স্থপতি ছিলেন পারস্যের মীরক মির্জা গিয়াস।

আপনার জেলার সংবাদ পড়তে