রাজশাহীর তানোর পৌর এলাকার কাশিম বাজারে অবস্থিত ‘তানোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে’ ২০২৫ সালের পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ১৫ আগস্ট বুধবার সকাল ১০টায় অত্র কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন।
জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কারিগরি শিক্ষার অবদানকে সামনে রেখে জে.এস.সি (ভোকেশনাল), এস.এস.সি (ভোকেশনাল) এবং এইচ.এস.সি (ভোকেশনাল) পর্যায়ে চারটি ভিন্ন টেকনোলজিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করছে প্রতিষ্ঠানটি।
এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের শিক্ষক সুলতান তৌহিদুজ্জামান (ইন্সপেক্টর, ফার্ম মেশিনারি), মোহাম্মদ নাসিরুল জাহিদ (ইন্সপেক্টর, বাংলা), মোহাম্মদ উজ্জল হোসেন (ইন্সপেক্টর, রসায়ন) ও আশিক বিন আফসার (ইন্সপেক্টর, পদার্থ অনার্স)। সভা পরিচালনা করেন শিক্ষক জাগ্রত নূর মাম।
প্রধান অতিথি ও বক্তারা পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ তুলে ধরে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় মনোযোগী করার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান। সভাটি দুপুর ২টায় সমাপ্ত হয়। এসময় প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ই/তা