ঝিনাইদহ ৩ মাসে আত্নহত্যা ৯৮ জন করেছে

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ এএম
ঝিনাইদহ ৩ মাসে আত্নহত্যা ৯৮ জন করেছে

 ঝিনাইদহ জেলায় গত ৩ মাসে বিভিন্ন কারনে ৯৮ জন আত্মহত্যা করেছে। তন্মধ্যে পুরুষ ৩৯ জন, আর নারী ৫৯ জন। ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিসের সূত্রে প্রকাশ, ২০২৪ সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গলায় ফাঁস ও বিষপান করে ঝিনাইদহ জেলায় আত্নহত্যা করেছে মোট ৯৮ জন। তন্মধ্যে মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ৫৯ জন। বিগত ৩ মাসে যে আত্নহত্যা হয়েছে এর মধ্যে শীর্ষে রয়েছে শৈলকুপা উপজেলা, যার সংখ্যা ২৮ জন। মধ্যে পুরুষ ১২, নারী ১৬ জন। ২য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ সদর ২৪ জন, ৩য় মহেশপুর উপজেলা ১৯, ৪র্থ হলো কালীগঞ্জ ১৬ জন, ৫ম হরিণাকুন্ডু ৭ জন আর ৬ষ্ঠ হলো কোটচাঁদপুর ৪ জন। এই মোট ৯৮ জন গলায় ফাঁস ও বিষ পানে আত্নহত্যা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে