মুজিবনগরে অস্ত্র গুলি ও ম্যাগাজিনসহ ১১ মামলার আসামি গ্রেফতার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম
মুজিবনগরে অস্ত্র গুলি ও ম্যাগাজিনসহ ১১ মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে অস্ত্র গুলি ও ম্যাগাজিন সহ ইমান ডাকাত গ্রেফতার গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত মধ্যরাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ইমান আলীর বাড়ি ঘেরাও করে। পরে তার বাড়ি তল্লাশি করে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইমান আলীকে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ডাকাতি সহ ১১ টি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে