আহবায়ক জিসান, সদস্য সচিব মিহির

শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

এফএনএস (মোঃ আল আমিন শাওন; শরীয়তপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ১২:২৭ পিএম
শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে ইফতেখার আহমেদ জিসান-কে আহবায়ক ও মো. মাহতাব মোর্শেদ মিহিরকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করা হয়। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক মো. নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন- সিনি: যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী রিদয়, যুগ্ম আহবায়ক রিদয় মিয়া, আব্দুল্লাহ মাহমুদ, হাপসি ইসলাম জিদান, সালাম উদ্দিন মারজান,

আরিফুল আহাম্মেদ রাহাত, রাতিন আহমেদ মিরাজ, জিতু খান, ফারদিন বেপারী,  আজিজুন্নেসা, মেঘলা মাহমুদ, সদস্য ফাহিম আহমেদ জীবন, আব্দুল্লাহ মাহমুদ ঐক্য, সাদিদ বেপারী।

প্রসঙ্গত, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও  আহ্বায়ক, সিনি: যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব তিন (৩) জনের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে