দীর্ঘ এক যুগ পর নেত্রকোনার সিপিবি কলমাকান্দা উপজেলা শাখার ১৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কলমাকান্দা মাল্টিপারপাস অডিটরিয়াম মিলনায়তনে কমরেড সিদ্দিকুর রহমান সভাপতিত্বে সম্মলনের প্রধান অতিথি ছিলেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স ও বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা, দিবালোক সিংহ।
কমরেড শরিয়ত উল্লাহ সঞ্চালনায়, সম্মলনে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স,সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা, লিবালোক সিংহ, কেন্দ্রীয় কমিটির নারীনেত্রী কহিনুর বেগম প্রমুখ।
সম্মলনে কমরেড সিদ্দিকুর রহমান সভাপতি ও মৃতুঞ্জয় তাং কে সাধারণ সম্পাদক করে সিপিবির কলমাকান্দা উপজেলা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়।
পরে কমিউনিষ্ট পার্টির একটি মিছিল উপজেলা সদর প্রদিক্ষণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।