নিকলীতে নৌকার মাঝির ডুবন্ত লাশ উদ্ধার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০১:০৪ পিএম
নিকলীতে নৌকার মাঝির ডুবন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকরী উপজেলার শিংপুর ইউনিয়নের বাজারহাটি হক সাহেবের নৌকার ঘাট থেকে নৌকার মাঝি ভাশানী মিয়া (১৬) কয়েকজন যাত্রী নিয়ে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নিকলীর উদ্দেশ্যে রওনা দেয়। তখন নিকলী সদর নতুন বাজারে যাত্রীদেরকে নগরে নামিয়ে দেন। ভাশানীকে নৌকায় রেখে নৌকার মালিক নতুন বাজারে যান। তখন বাজার থেকে এসে ভাশানীকে নৌকার মধ্যে পাওয়া যায়নি বলে জানা গেছে। বুধবার দুপুরে ভাশানীর  লাশ  সৌয়ানজি নদীতে লাশ ভেসে উঠে। তখন এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়ে দেন। নিহত ভাশানীর গ্রামের বাড়ী শিংপুর ইউনিয়নের দক্ষিণ হাটির ইসলামপুর গ্রামের হযরত আলীর ছেলে। নিকলী থানার ওসি  সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে