পাকুন্দিয়ায় ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা দিল ৯ হাজার শিক্ষার্থী

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৩:২১ পিএম
পাকুন্দিয়ায় ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা দিল ৯ হাজার শিক্ষার্থী

বিপুল উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬আগস্ট) সকাল ১১টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এ মেধাবৃত্তির আয়োজন করে। 

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। নির্ধারিত ৩৫মিনিট পরীক্ষা শেষে হাসিমুখে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে। এই পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশপাশে উৎসব মুখর পরিবেশ চোখে পড়ে। 

শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে ৩৫০জন শিক্ষক, ৩০০ সেচ্ছাসেবকসহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। আগামি ২০সেপ্টেম্বর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১দফা প্রণয়ন করেছেন। এই ৩১দফা বাস্তবায়নে কাজ করছেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ভাই। তার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী এই ৩১দফা সম্পর্কে জানতে পেরেছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন বলেন, এই ধরণের উদ্যোগ দেশে এটাই প্রথম। আমি প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের ৩১দফা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

আপনার জেলার সংবাদ পড়তে