সনাতন ধর্মের আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬আগষ্ট) সকাল ১০টায় রাজারহাট উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, ওই মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন প্রমূখ। ওইদিন বিকালে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে উপজেলার তালতলা সার্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।