ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৭ এএম
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ নিরংকুশ সংখ্যাগ রিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ১৮৯ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন শেষে রোববার নির্বাচন কমিশনার কাজী একরামুল হক আলম ফলাফল ঘোষণা করেন। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে সহিদ-আলম প্যানেল পরাজিত হয়। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে জাহিদুল ইসলাম, আক্তারুজ্জামান ও জাহিদুজ্জামান মনা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, কোষাধক্ষ এ্যাডঃ জিয়াউল ইসলাম ফিরোজ,সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামসুজ্জামান লাকি ও কার্যনির্বাহী পরিষদের ১৩ টি পদে যথাক্রমে আব্দুল ওয়াহেদ, সাজু আহম্মেদ দুলাল, মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, মহিউদ্দীন আহম্মেদ মোকিম, হোসেন আবু সাইদ, আজিজুল হক সান্ডি, ফারুক আহম্মেদ পান্না, আনিসুল হক, সৈয়দ সাইফুল ইসলাম রাজু, তাজুল ইসলাম খাঁন, মহাম্মদ আলী ও কামরুল হাসান কামরান। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে ৩০৩ জন ভোটার মধ্যে ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

আপনার জেলার সংবাদ পড়তে