বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারে দাবিতে চলমান আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ রবিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষদের অংশগ্রহণ করার আহবান জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতের সংস্কারের জন্য প্রত্যেক জায়গা থেকে আন্দোলন গড়ে তোলার জন্য অনুরোধ করেছেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি। শনিবার (১৬ আগস্ট) বেলা বারোটার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানিয়েছেন।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যখাতের এই ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতেই হবে এবং দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত, স্বাস্থ্যখাতের সুদিন ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের গত ২০ দিনে কেটে গেছে জানিয়ে তিনি আরও বলেন, এ আন্দোলনের সাথে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি ও পেশার মানুষ সম্পৃক্ত রয়েছে। আন্দোলনকে বানচাল করতে না পেরে বিশেষ মহলের উস্কানিতে গত ১৪ আগস্ট শেবামেক হাসপাতালের সামনে আন্দোলনের যুক্ত থাকা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর লাঠিচার্জসহ বিভিন্নভাবে হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে ১৭ আগস্ট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।