মসজিদে জুমার নামাজ পড়ার সময় এক পুলিশ সদস্যের মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান,শুক্রবার বংকিরা পুলিশ ফাড়ির কনস্টেবল জুয়েল মিয়া জুম্মার নামাজ পড়তে সায়াদাতিয়া বায়তুল মামুর পড়তে জামে মসজিদে যান।তিনি মসজিদের বাইরে তার এফজেড মডেলের মোটর সাইকেলটি রেখে নামাজে দাড়ান। নামাজ শেষ করে তিনি আর মোটর সাইকেল পাননি।মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়াদ্দার জানান, মুহূর্তের মধ্যে মোটর সাইকেলটি চোরেরা নিয়ে পালিযে গেছে।এ সময় আরো একটি সাইকেলের লক বা তালা নষ্ট করে গেছে চোরেরা। তিনি বলেন মসজিদ থেকে সাইকেল চুরি ঘটনা খুবই উদ্বেগের এবং দুঃখজনক।বংকিরা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন খবর নিশ্চিত করে জানান, তিনিও এ সময় মসজিদে ছিলেন। নামাজ শেষ করে আর মোটর সাইকেলটি পাওয়া যায়নি। সম্ভবত নামাজের সময় চোরেরা সাইকেলটি নিয়ে পালিয়ে গেছে।
তিনি আরো জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে আশপাশের পুলিশ ফাড়িকে অবহিত করা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সাইকেলটি উদ্ধারের জন্য।