নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সাথে খড়খড়িয়া নদীতে গোসল করতে গিয়ে আবির ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট দুপুরে শহরের পাশে খড়খড়িয়া নদীতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসি জানান, দুপুরে কয়েকজন ছেলে এক সাথে নদীতে গোসল করতে নামে। এক সময় গোসল শেষে নদী থেকে সকলে উঠে এলেও আবির ছিল নিখোঁজ। পরে বিষয়টি জানানো হয় সৈয়দপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম এসে নদীর পানিতে ডুবে থাকা আবিরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই এলাকার রবিউল ইসলাম নামে একজন জানান,প্রতি বছর এ নদীতে লোক মারা যায়। জানিনা এ নদীতে কি আছে। গত বছরও বিভিন্ন সময়ে কয়েকজন লোক নদীতে গোসল করতে এসে মারা গেছে। তাছাড়া গত বছর টিকটক করতে এসে এ নদীতে এক টিকটকার মারা গেছে।
এনামুল হক নামে আরেকজন জানান,নদীর পাড় ঘেঁষে আছে একটি মন্দির। এখানে সনাতনীরা বিভিন্ন ধরনের পুজা করে থাকে। তবে নদীর গভীরতাও কম কিন্তু কেন যেন পানিতে নামলে মানুষ ডুবে যায়। কিছু সময় পর পাওয়া যায় লাশ।