নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:২৬ পিএম
নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজেষ্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘর মালিক স্বপন প্রধান মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার ছিলেন। তার বাড়ি শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেকসিটি নামে একটি ভবন তৈরী করেন। পরে সেটি হলিকেয়ার ক্লিনিককে ভাড়া প্রদান করেন স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে মধ্যে বসতেন তিনি। তার পাশেই মরদেহ মরদেহ রাখা হয়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক সৎ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরী পানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে

আপনার জেলার সংবাদ পড়তে