বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। এমনই হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থ্যতার কারনে সোমবার সকাল ৮টা ৪০মিনিটে নিজবাড়িতে মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। ওই সংবাদ সামচুল হক সরদারের স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিক আনোয়ারা বেগম (৬৭) পরিবারে লোকজণ জানালে স্বামীর মৃত্যু সংবাদ শুনে চিৎকার করে তিনিও মৃতুবরণ করেন। তার মৃতু নিচ্চিত করতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক ডাক্তার রায়হান আলোম তার মৃত্যু নিচ্চিত করেন। তাদের দুজনের নিজবাড়ি পূর্ব সুজনকাঠী গ্রামে।
সামচুল হক সরদার ও আনোয়ারা বেগমের দম্পত্তির তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার আছরবাদ স্বামী-স্ত্রী দুইজনকেই পারিবারিক কবর স্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে। এমনই হৃদয়বিদায়ক ঘটনায় ওই এলাকাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাদের জানানাজর নামাজে উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতি নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।