কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:৪১ পিএম
কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা -৬ আসনের আগামী নির্বাচনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নতুন সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং 'প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন' (পিআর) পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় খুলনার কয়রা উপজেলার দেউলিয়া বাজারে এক গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ পায়নি। যারা ক্ষমতায় এসেছেন, তাদের ইতিহাস আমাদের জানা। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে।"তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের টাইমলাইন ঘোষণার উদ্যোগকে স্বাগত জানান। তবে তিনি জনগণের মধ্যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। । গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতারা কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ব্যবসায়ী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দলের বার্তা পৌঁছে দেন। এই কর্মসূচি কয়রা সরকারি পুকুরপাড় থেকে শুরু হয়ে দেউলিয়া বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে