গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের ফাঁসির দাবী ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে উপজেলা গেটের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। একই সাথে সাংবাদিক সাগর রুনি হত্যাকারীদের বিচার সহ দেশব্যাপী বিভিন্ন এলাকার সাংবাদিকদের নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাপ্তাহিক খান জাহান পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শেখ আবু সাঈদ, বাসস এর বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তারিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শহিদুল ইসলাম,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম,সাংবাদিক খান সুমন, সাংবাদিক রাকিবুল হাচান, আনন্দ টিভির এসএম হুমায়ুন,দৈনিক মানবাধিকার প্রতিদিনের সাংবাদিক ইমরান হোসাইন, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক তারিকুজ্জামান মুন্না, সাংবাদিক শেখ রাসেল,সাংবাদিক শেখ মুন্না, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক রাকিব হোসাইন প্রমুখ।