কচুয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এক শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আজ সকাল ১০:০০ টায় কচুয়া কেন্দ্রীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঘিয়ার পূর্ব খলিশাখালির মাদারতলা মন্দিরে গিয়ে শেষ হয়।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়ার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। সম্মানিত অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপি'র সভাপতি সরদার জাহিদুল ইসলাম।
সাবেক যুগ্ন সচিব স্বপন কুমার মন্ডলের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিবু প্রসাদ বসু,সরকারি পিসি কলেজের সাবেক অধ্যাপক অনিমেষ কান্তি সাহা,কচুয়া ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক ভবকান্ত সাহা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়,কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ধীরাঞ্জন মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন জন্মাষ্টমী অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো:হুমায়ুন কবির,বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালি, সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, জন্মাষ্টমী অনুষ্ঠানের সদস্য সচিব বিপ্লব সাহা,কচুয়া প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সোসাইটির সকল সাংবাদিক সহ জেলা ও উপজেলা মতুয়া সংগঠনের সভাপতি সম্পাদক ও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।
এছাড়া শোভাযাত্রায় হাজারো সনাতনী নারী পুরুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রার মাধ্যমে সনাতনীরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।