সীতাকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য অঞ্চল: আসলাম চৌধুরী

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম
সীতাকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির  এক অনন্য অঞ্চল: আসলাম চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ বলেন, এই সীতাকুণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের লোকেরা সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। সকল ধর্মের সম্প্রীতি বলতে যা বোঝায়, তা এখানে বিশেষভাবে লক্ষণীয়। এটি আমাদের গর্বের বিষয়।

তিনি আরও বলেন, সীতাকুণ্ড হিন্দুদের জন্য একটি তীর্থস্থান, যা শত শত বছর ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। হিন্দু ধর্মাবলম্বীদের এই পবিত্র ভূমিকে আমরা সবাই মিলে আরও আলোকিত করব এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাব-এমনভাবে যাতে পুরো ভারতবর্ষ যাতে চিন্তা করে যে এই সীতাকুণ্ড একটি অনন্য, শান্তিপূর্ণ ও সম্প্রীতির অঞ্চল।

অধ্যাপক আসলাম চৌধুরী তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে  সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, এই বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ উপজাতি যারা বসবাস করে আমরা সবাই মিলে বাংলাদেশী। এই দেশে আমাদের সকলের সমান অধিকার। সীতাকুণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি দৃঢ় ও সুসংগঠিত। এটি ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। কোন অনগ্রজ জাতি যদি থাকে আমরা তাদের সহযোগিতা করব। আমরা সবাই মিলে একটি আলোকিত সীতাকুণ্ড গড়ে তুলবো।


অনুষ্ঠানে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের বিপুল মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানমালায় ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কীর্তন ও প্রসাদ বিতরণ।

চট্টগ্রাম উত্তর জেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তীর বিশেষ অতিথি বক্তব্যে উঠে আসে সম্প্রীতির বার্তা।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও সম্প্রীতির মূল্যবোধ ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জন্মাষ্টমীর শিক্ষা হচ্ছে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা-যা প্রতিটি ধর্মেই বিদ্যমান।

শনিবার ১৬ আগস্ট দুপুর ১২ টায় প্রেম তলা গজারিয়া দিঘির উপর পাড়ে সীতাকুণ্ড উপজেলা শাখার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে অমলেন্দু কনক ও  সুনন্দ ভট্টাচার্য সাগর এর যৌথ সঞ্চালন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বামী ভক্ত প্রদানন্দ, রামকৃষ্ণ মিশন, প্রধান অতিথি অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ, বিশেষ অতিথি এডভোকেট জুয়েল চক্রবর্তী, জিতেন্দ্রনাথ নাটু, মনোজ দেবনাথ, বাবুল শাস্ত্রী, গোপাল শর্মা, সুজন মল্লিক, পাপন কৃষ্ণ , মোহন পাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ, বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, শহীদুল্লাহ ভূঁইয়া, জিয়া উদ্দিন, ইসমাইল হোসেন সিরাজী, কামরুল ইসলাম বাবলু, মহিদুল আলম আবির, রেজাউল, মেহেদী, জিকো, শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে