জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত সাতজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:৩৮ পিএম
জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত সাতজন

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার ও রোববারের মধ্যরাতে দুটি পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। স্থানীয় কর্মকর্তারা রোববার (১৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।

কাঠুয়ার জোধ ঘাটিতে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাঁচজন নিহত হন। একই সময়ে জাংলো এলাকায় ভূমিধসে প্রাণ হারান আরও দুইজন। কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উদম্পুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় জানান, প্রাকৃতিক দুর্যোগে জাতীয় মহাসড়ক-৪৪, একটি রেললাইন ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনী উদ্ধারকাজে নেমেছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দুর্গতদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

কাঠুয়া জেলা প্রশাসন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, জেলায় মধ্যম থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এবং নদী, খাল, নালা ও পাহাড়ি এলাকায় না যেতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যেই উঝ নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

এ ঘটনা চলতি সপ্তাহের শুরুতে কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পরের প্রেক্ষাপটে ঘটেছে। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হন। তখন মচাইল মাতার বাৎসরিক যাত্রায় অংশ নিতে চিসোতিতে জড়ো হয়েছিলেন হাজারও মানুষ। সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।