খুলনায় ৬ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৩ এএম
খুলনায় ৬ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও নভোথিয়েটারের নির্মাণ কাজ দ্রুত শুরু করাসহ ৬ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন।  ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান এবং ১৭ জানুয়ারি বিকাল ৪টায় নগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে মানববন্ধন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের ১৫০ একর জমির সংকুলান করা। খুলনা  মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বের প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএর উদ্যোগ গ্রহণ।  এছাড়া আফিল গেট থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতুর বাইবাস) ৬ লেনের জন্য  জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত এবং রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের গতি  ফিরিয়ে আনা, দাদা ম্যাচ ফ্যাক্টরির জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করা। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কেডিএ’র বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত এবং গুণগত মান নিশ্চিত করা, খুলনা ওয়াসার পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ  গ্রহণ, কেসিসির ২২টি মোড়ের উন্নয়ন কাজ শেষ করা, ২২ খাল দখল অবমুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের  ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করা এবং রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনাসহ অন্যান্য সরকারি সংস্কার প্রকল্পের কাজ শেষ করা। সংবাদ সম্মেলনে, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সহাসচিব মরিুজ্জামান রহিম, মিনা আজিজুর রহমান, অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক আবুল বাশার, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মোল্লা মারুফ রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে