বরগুনা জেনারেল হাসপাতাল চত্তরে রোববার সকাল ১০ টায় ২৫০ শয্যার হাসপাতালকে ৫ শ' শয্যাায উন্নতি করন সহ বরগুনায় মেডিক্যাল কলেজ প্রতিষ্টার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। সাংবাদিক ইউনিয়নের উদ্দোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম,হারুন অর রশীদ রিংকু। বক্তব্য বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবির জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃহাসানুর রহমান ঝন্টু, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ নারী নেত্রী আসমা আক্তার।
বক্তারা বলেন সুযোগ এবং সম্ভবনা থাকাসত্তেও বিগত সরকারের সময় যারা এখানে জনপ্রতিনিধি ছিলেন তারা হাসপাতালের উন্নয়নে কোন দাায়িত্ব পালন করেননি, বরঞ্চ ভাগে চুরি করেছেন।
যা কিছু অর্জন হয়েছে নাগরিকদের আন্দোলনের কারনে। বরগুনার রাজনৈতিক নেত্ব বৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে বরগুনা জেলার উন্নয়নে কাজ করার ঘোষনা দেন সমাবেশ থেকে।