জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমজনগণ পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সাক্ষাৎ

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৫:০৯ পিএম
জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমজনগণ পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সাক্ষাৎ

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ। রবিবার দুপুরে আমজনগণ পার্টির জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার সাক্ষাৎ করেন। 

নবগঠিত বাংলাদেশ আমজনগণ পার্টি  রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পার্টির নিজস্ব জেলা কার্যালয় খোলা হয়েছে। ঘোষিত জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা নিয়মিত কুড়িগ্রাম পার্টি অফিসে সভা সমাবেশ করাসহ রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন। 

বাংলাদেশ আমজনগণ পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন বলেন, জেলা নির্বাচন অফিসে আমাদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ গিয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে জেলা নির্বাচন অফিসারসহ সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। তারা আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম শরীফ বলেন, পার্টির কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে জেলা নির্বাচন অফিসারের সাথে আজকের এই সাক্ষাৎ। আমাদের রাজনৈতিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে