নিকলী জারইতলা ইউনিয়ন বিএনপি নতুন সদস্যা সংগ্রহ উদ্ভোধন

এফএনএস (সানি সূত্রধর; নিকলী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৬:৪২ পিএম
নিকলী জারইতলা ইউনিয়ন বিএনপি নতুন সদস্যা সংগ্রহ উদ্ভোধন

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওড় অধ্যুষিত  উপজেলা। সেই উপজলায় ৭টি ইউনিয়ন রয়েছে। লোক সংখ্যা প্রায় দুই লক্ষ। এই উপজেলার জারইতলা ইউনিয়নে আজ সকালে ইউনিয়ন বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও উদ্ভোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু ও কেন্দ্রিয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক নিকলীর মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ মাসুক মিয়া। আজ বিভিন্ন বক্তারা বক্তব্যকালে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য নিকলীতে বিএনপির বিভিন্ন ইউনিয়নে সদস্য সংগ্রহ চলছে ধারাবাহিক ভাবে। এরি অংশ হিসেবে জারইতলা ইউনিয়নের সদস্য সংগ্রহ চলচে।

আপনার জেলার সংবাদ পড়তে