রাসেল সরদার মেহেদী, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য স্বর্নপদক ও সম্মাননা প্রদান করবেন। বরিশাল জেলায় পোনা উদৎপাদন ক্যাটাগরিতে প্রথম স্বর্নপদক গ্রহনকারী রাসেল। মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন। বলে জানাগেছে। রাসেল সরদার মেহেদী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদার ছেলে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে দেশে মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে যমুনা মৎস্য খামারের সত্বাধিকারী পোনা উৎপাদন ক্যাটাগরিতে সারা দেশের মধ্যেপ্রথমস্থান অধিকার করেন। দেশের মৎস্যে গুরুত্বপূর্ণ অবদানের কারনে তাকে স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য পদক-২০২৫ প্রদান কারাহবে। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তিনি রাসেল সরদার মেহেদীরকে সম্মানন প্রদান করবেন।
এ বিষয়ে রাসেল সরদার মেহেদী জানান, ১৭ বছর যাবত দেশীয় বিভিন্ন মাছের পোনা ও মাছের খাবার উৎপাদন করে বাজারজাত করে আসছি। এ পুরস্কার আমাকে আরো মৎস্য চাষেঅনুপ্রাণিত করবে, ভবিষ্যতে আরো বেশী করে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশীয় মাছ বৃদ্ধিতে মৎস্য খাতে সরকারকে সহযোগীতা করব।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন রাসেল সরদার মেহেদী একজন আদর্শ মৎস্য খামারী, তার উদপাদনকারী মাছের পোনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র সরবরাহ করে আসছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন রাসেল সরদার মেহেদী সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুন সম্পন্ন একজন মানুষ, তিনি সফল মৎস্য চাষী হিসেবে জেলা ও বিভাগেও পুরস্কৃত হয়েছিলেন, আমার জানা মতে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনিই বরিশাল জেলায় পোনা উদৎপাদন ক্যাটাগরিতে প্রথম স্বর্নপদক গ্রহনকারী, আমি তার সফলতা কামনা করি।