রাজিবপুর থানার রাত্রিকালিন অভিযান পরিচালনা করে সোমবার (১৮/০৮/২৫) ১২.০৫ ঘটিকায় বালিয়ামারী এলাকা হতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলড়েট সহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ আলী হোসেন(৩৬)পিতা: মোঃ ফরহাদ আলী,সাং বোলাকীপাড়া থানা: ইসলাম পুর, জেলা: জামালপুর,অপরজন হলেন মো:শাহিন হাসান(২৭)পিতা : মো: মো: হাসেম মিয়া,সাং খেওয়ারচর থানা: রৌমারী জেলা: কুড়িগ্রাম।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শরিফুল ইসলাম জানান,আসামীদ্বয়কে গ্রেফতার করে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।