অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৬:৩৩ পিএম
অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই শ্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মহিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক দেবাশীষ রাহা। 

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সোমবার ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট রবিবার পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে