কিশোরগঞ্জের নিকলীতে নতুন বাজার খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮-০৮-২০২৫ তারিখ ) দুপুরে উপজেলা এসিল্যান্ড ভুমি প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। খাল দখল করে গড়ে ওঠে অবৈধ স্থাপনা
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিকলীর নতুন বাজার খালের উপর কিছু প্রভাবশালী ব্যক্তি দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে খালের প্রবাহ ব্যাহত করে আসছিল। এতে পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দেয় এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তারা আরো বলেন আগে আমরা দেখেছি এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করতো এখন নৌকা চলা চল তো দূরের কথা পানি নিষ্কাশনই ঠিকমতো হচ্ছে না। এই ভাবে অবৈধ দখল চলতে থাকলে অচিরেই পুরো খাল ভূমিদস্যদের দখলে চলে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ভূমি প্রতীক দত্ত যায়যায়দিন কে বলেন, নতুন বাজার খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে তিন তিন বার নিষেধ করে আসার পরেও প্রভাবশালীরা কাজ বন্ধ করে নাই পরবর্তীতে আইন অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো বলেন সরকারি খাল জনগণের। কেউ খাল দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলদারিত্ব রোধে নিয়মিত অভিযান চলবে।”
নাম বলতে অনিচ্ছুক এলাকার লোকজন বলেন এই উদ্যোগ জনস্বার্থে বড় একটি পদক্ষেপ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে মানুষ চরম কষ্ট ভোগ করছিল। প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ মানুষ উপকৃত হবে।” এলাকাবাসীর প্রতিক্রিয়া খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তারা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল খাল দখলমুক্ত করা। অবশেষে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আশা করি খাল আবার আগের মতো স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে।