নওগাঁর ধামইরহাটে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারের নেতৃত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় মৎস্য চাষের গুরুত্ব ও লাভ সহ বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জান, সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জামান,সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন ও সফল মাগুর মাছ চাষী মোতালেব হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।