নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৬:৫৫ পিএম
নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে  নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।” এই প্রতিপাদ্য নিয়ে এ কর্মসূচি উদ্বোধন হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। সোমবার বেলা সাড়ে ১১টায় একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে  আলোচনা সভা ও  সেরা মৎস্য  চাষীদের  পুরস্কার বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অফিসার শহিদুল ইসলাম, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন,   বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সমবায় কর্মকর্তা নূর কুতুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফিসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে