বাউফলে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম
বাউফলে মৎস্য সপ্তাহ  উপলক্ষে র‍্যালি ও সভা

পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। আজ সোমবার(১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম 

এ সময় ইউএনও বলেন, দক্ষিণবঙ্গের এই উপজেলাটি মৎস্যের অভয়ারণ্য। বাউফলে মৎস্য নিয়ে কাজ করার ব্যাপক ক্ষেত্র রয়েছে। তাই অত্র এলাকার মৎস্য সংশ্লিষ্টদের সরকারি বিধি মোতাবেক চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মিলন,ডাক্তার মো: আবু রায়হান,বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন খান, অ্যাডভোকেট সাহাবাজ হোসেন খান মিল্টন,আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিন মোল্লা, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান,বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামাণ ডিউক,স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্ধ। এ সময়  সফল তিনজন মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে