পাথরঘাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৩ এএম
পাথরঘাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজারের একটি রড সিমেন্ট ও বিকাশ এজেন্টের দোকানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই দুর্বৃত্তরা স্থানীয় জাহাঙ্গীর কবিরের ছেলে আতিকুর রহমান জুয়েলের উপর হামলা চালায়। ছেলের উপরে হামলা হয়েছে এমন খবর শুনে জুয়েলের মা শামসুন্নাহার(৫৭) দোকানে ছুটে আসেন। এসময় তার উপরেও ওই দুর্বৃত্তরা হামলা চালায়। একই সময় জুয়েল(৩৫) এর উপরে হামলা চালালে সে রক্তাক্ত জখম জুয়েলের মা ও বাবা জাহাঙ্গীর (৬২) হামলার শিকার হন। এদের মধ্যে থেকে মা-ছেলে দুজনকে রবিবার রাতেই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে পাথরঘাটা হাসপাতালে ভর্তি জুয়েল এ সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য এখানকার চিকিৎসক তার মা শামসুন্নাহারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন বলে জানান। সোমবার বিকেলে সরেজমিন পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজারে গিয়ে জুয়েলের রড,সিমেন্ট, টিন এবং বিকাশ এজেন্টের দোকানে হামলা ও ভাংচুরের চিত্র চোখে পড়েছে। এসময় দোকানের ক্যাশ টেবিলের উপরে রক্ত পরে থাকতেও দেখা যায়। দোকানের ঢেউ টিনের ঝাপসহ অনেক আসবাপত্র ভাংচুর কারার চিত্র চোখে পরে। এরআগে রবিবার বিকেলে একটি চায়ের দোকানে মৃত ছালাম দফাদারের ছেলে স্থানীয় মিরাজের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটির ঘটনা ঘটে। ঘটনার সময় জুয়েল মিরাজকে রায়হানপুর ইউনিয়নের সাবেক আওমীলীগের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রূপকের ছত্রছায়ায় থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে কাজ করার অভিযোগ করেন। জুয়েল মিরাজকে উদ্দেশ্য করে বলেন,মিরাজদের চরিত্র নেই। উল্টো রাজনীতি করেও আবার ৫ আগষ্টের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তার চালাচ্ছে। জুয়েলের বাবা জাহাঙ্গীর বলেন,মিরাজের নেতৃত্বে পার্শ্ববর্তী কাকচিড়া ইউনিয়ন থেকে ৭টি মোটরবাইক ও ১টি অটোরিক্সায় করে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে বিকাশের ক্যাশ নগদ ৩'লক্ষ টাকা লুটে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। রবিবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসা নেয়ার জন্য বলেন। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জাহাঙ্গীর কবির বলেন,রেগীরা সুস্থ্য হলেই মামলা করবেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে