জমিজমার বিরোধে বড় ভাই কোপালো ছোট ভাইকে

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৪২ পিএম
জমিজমার বিরোধে বড় ভাই কোপালো ছোট ভাইকে

‎লালমনিরহাট সদর উপজেলায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন বড়ভাইসহ ভাতিজাদের হামলায় গুরুতর জখম হয়েছেন ছোটভাই আব্দুল মতিন (৪৮)। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি (বরণতল) এলাকায়।

‎স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই আব্দুল মতিনের সাথে বড়ভাই সিরাজুল ইসলাম (৫২) ও দুলাল মিয়ার ওরফে ইসরাইল (৫৫) মধ্যে শত্রুতা চলে আসছিল।

‎আহত আব্দুল মতিন অভিযোগ করেন, হামলার আগেও বড়ভাই সিরাজুল ও দুলালের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে পূর্বেও তিনি সিরাজুল ইসলাম ও দুলাল মিয়ার নামে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রবিবার রাত ১০টার দিকে তার বড়ভাই সিরাজুল ও দুলাল মিয়া এবং তার ভাতিজা মো. ওমর ফারুক (২৬), ফরিদুল ইসলাম (২৪) ও রিফাত (২০) ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

‎স্থানীয়রা জানায়, হামলার সময় আব্দুল মতিন নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তিনি গুরুতর জখম হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

‎লালমনিরহাট সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, অভিযোগ পাওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, জখমের মাত্রা ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে