গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৪৭ পিএম
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনঘণ্টা ব্যাপি এ অফিযান চালিয়েছেন। এ সময় রোগীদের সেবা, চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন খাতে অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখেন। অভিযানে টিম লিডারের নেতৃত্ব দেন- দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। সদস্য হিসেবে তার সঙ্গে ছিলেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহাবুবুর রহমান। অভিযানের সময় দুদক কর্মকর্তারা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তারা জানায়, হাসপাতালের চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার।

অভিযান শেষে সহকারী পরিচালক ইসলামাইল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীররা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে