চাঁদপুর গাউছিয়া দরবারে ওরছে আলা হযরত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে সোমবার রাতে ওরছে আলা হযরত অনুষ্ঠিত হয়।
ওরছে আলা হযরত অনুষ্ঠানে
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের গদিনশীন পীর ও বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরছে আলা হযরত অনুষ্ঠানের আয়োজক পীরে তরিকত হযরত মাওলানা শাহ সুফি খাজা শাহ্ মোহাম্মদ গোলাম শাহ্ পরান চিশতি আল কাদরী, সাজ্জাদানশীন ও গদ্দীনিশীন,গাউছিয়া দরবার শরিফ চাঁদপুর।
মিলাদ কিয়াম পরিচালনা করেন চাঁদপুরের নানুপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত মাওলানা শাহ আহাম্মদ বীন ওয়াজিহুল্লাহ। এসময় তরিকাপন্থি ভক্ত আশেকানগন ও
স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।