মুক্তাগাছায় শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০২:৪৮ পিএম
মুক্তাগাছায় শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন

মুক্তাগাছায় শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। প্রগতি যুব উন্নয়সৎন সংঘের সভাপতি রেজুয়ান আল কাফি ও সদস্য পিংকী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রংপুর-ময়মনসিংহের ক্লাস্টার ডেপুটি ডাইরেক্টর জেনি মিলড্রেড ডি ক্রুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান, মুক্তাগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহাম্মেদ আব্দুল্লাহ, দুল্লা ইউনিয়নের প্রশাসক ও আইসিটি কর্মকর্তা মানজুর আহাম্মেদ, ঘোগা ইউনিয়নের প্রশাসক ও আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, কুমারগাতা ইউনিয়নের প্রমাসক ও উপ-সহকারি প্রকৌশরী (বিএডিসি) মো: তারা মিয়া, যুব উন্নয়ন অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান দুদু, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার রোনেল্ড গমেজ, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, রাকিবুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দুল্লা ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ও ঘোগা, কুমারগাতা ইউনিয়ন ও মুক্তাগাছা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়। এ সময় শিশু ফোরামের সদস্যরা নেচে-গেয়ে আয়োজনটি উদযাপন করে।

আপনার জেলার সংবাদ পড়তে