জাফলংয়ে পাথর লুটপাটে মামলা, অজ্ঞাত ১৫০ জন আসামি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৩:৩৭ পিএম
জাফলংয়ে পাথর লুটপাটে মামলা, অজ্ঞাত ১৫০ জন আসামি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংবেদনশীল (ইসিএ) ঘোষিত এলাকা থেকে ব্যাপক পাথর লুটের ঘটনায় অবশেষে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ। তিনি জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টার মধ্যে বৃষ্টির সুযোগে জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চলছে এবং ইতোমধ্যেই জব্দকৃত পাথরের একটি অংশ প্রতিস্থাপন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং পর্যটন এলাকায় প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।

এ ধরনের লুটপাটের ঘটনা জাফলংয়ে নতুন নয়। গত বছরের ৫ আগস্ট থেকে নিয়মিতভাবে এই এলাকায় বালু ও পাথর লুটপাট হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা জানান, গত এক বছরে জাফলং ইসিএ এলাকায় অন্তত ১১টি মামলা দায়ের করা হলেও কার্যত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তার অভিযোগ, মামলাগুলোতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে।

এর আগে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকেও একই ধরনের লুটপাটের ঘটনা ঘটে। সেখান থেকেও প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ করেছে জেলা প্রশাসন। কর্মকর্তাদের ভাষ্য, পুরো লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

রাজনৈতিক ছত্রছায়ায় এই লুটপাটের অভিযোগও আছে। বিএনপির স্থানীয় দুই নেতা শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরানকে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। জাফলং এলাকায় তাদের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে লুটের ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার।

স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, অব্যাহত পাথর লুটে জাফলং ও সাদাপাথর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশের পর্যটন খাতের জন্যও হুমকি হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে