মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
জুলাই ২০২৫ মাসে পুলিশ হেড কোয়ার্টারসের অভিন্ন মানদন্ডের আলোকে আসামী গ্রেফতার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি, সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
মঙ্গলবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা'র সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যান সভায় জুলাই ২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে ওসি আমিনুল ইসলামের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন পুলিশ কর্মকর্তাসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।