পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আটক

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৫:৪৮ পিএম
পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সমপাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান রায়হান নামে একজনকে পিরোজপুর পুলিশ আটক করেছে। আটক রায়হান পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে। রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি গ্রামের মহসিন জমাদ্দারের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসপি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে