ভালুকা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ইউর্টানে ট্রাক,কভারভ্যান,প্রাইভেটকার ও অটোরিকসার চর্তুমুখী সংর্ঘেষে অটোরিকসার যাত্রী আনছার আলী (৭০) নিহত হয়েছে। এসময় ৪ যাত্রী আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনছার আলী ওই এলাকার বড়চালা গ্রামের মুনসুর আলীর ছেলে। অপরদিকে গত ১৭ আগষ্ট রোবার বিকালে উপজেলার কাঁঠালী মল্লিকবাড়ি সড়কে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী শিশির (২০) গুরতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়। সে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।